শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউএমপি বন্ধে বীমা কোম্পানিগুলোর দাবির মধ্যেই নতুন নামে কার্যক্রম শুরু

  |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   41 বার পঠিত

ইউএমপি বন্ধে বীমা কোম্পানিগুলোর দাবির মধ্যেই নতুন নামে কার্যক্রম শুরু

ইউএমপি বন্ধে বীমা কোম্পানিগুলোর দাবির মধ্যেই নতুন নামে কার্যক্রম শুরু

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ইউনিফায়েড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি)’র নাম পরিবর্তন করা হয়েছে। ইউএমপি বন্ধে যখন বীমা কোম্পানিগুলো জোর দাবি জানিয়ে আসছে ঠিক সেই মুহুর্তে প্লাটফর্মটির নাম পরিবর্তনের ঘোষণা দিল নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

প্লাটফরমটির নতুন নাম দেয়া হয়েছে- ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস) । একইসঙ্গে আইআইএমএস কর্তৃপক্ষের চাহিদাকৃত সকল ডাটা নিয়মিত প্রেরণ এবং সার্ভিসের বকেয়াসহ সকল বিল প্রদানে বীমা কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
আইডিআরএ’র উপসচিব ও পরিচালক (প্রশাসন) ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকল বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ নভেম্বর আইডিআরএ’র ১১২তম সভায় ইউএমপি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশি-বিদেশি যৌথ মালিকানার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবনা অনুসারে ইউএমপি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বীমা কোম্পানিগুলো দীর্ঘ দিন ধরে ইউএমপি বন্ধে দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, গ্রাহকদেরকে নিয়মিতই কোম্পানিগুলোর পক্ষ থেকে মেসেজ প্রদান করা হয়। এক্ষেত্রে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে মেসেজ দেয়ার কোন প্রয়োজনীয়তা নেই।

অন্যদিকে এই মেসেজ প্রদানের খরচ বাবদ বীমা কোম্পানিগুলোকে গুণতে হচ্ছে মোটা অংকের টাকা। এ ছাড়াও তৃতীয় পক্ষের হাতে কোম্পানিগুলোর সমস্ত তথ্য তুলে দেয়ায় গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়ে আসছেন তারা।

তবে নিয়ন্ত্রক সংস্থা মনে করে, গ্রাহকসেবার মান বাড়াতে এবং বীমা খাতের স্বচ্ছতার জন্য ইউএমপি প্রয়োজন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]