
| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 16 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৪তম এজিএম অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক, ফকির মাসরিকুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের এএমডি ইমতিয়াজ ইউ আহমেদ, ডিএমডি এমএম সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন, আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, বহিঃনিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী অ্যান্ড কোং-এর অংশীদার মো. আশরাফুজ্জামান, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তার, সিএফও মো. জাফর ছাদেক এবং শেয়ার হোল্ডাররা অনলাইনে যুক্ত ছিলেন।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam