
| রবিবার, ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত
মেসি-রোনালদোবিহীন আরেকটি ব্যালন ডি’অর
একুশ শতকে বেশির ভাগ সময়ই ব্যালন ডি’অর পুরস্কারে আধিপত্য করেছেন দুজন ফুটবলার—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর ট্রফি। এর মধ্যে মেসি আটটি ও রোনালদো পাঁচটি।
যদিও ২০২৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য বৃহস্পতিবার ঘোষণা করা ৩০ জনের তালিকায় নেই রোনালদো ও মেসির নাম—এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো দুই সুপারস্টার অনুপস্থিত।
মেসি সর্বশেষ ২০২৩ সালে ব্যালন ডি’অরে মনোনীত হন। সেবার তার হাতেই ওঠে ঝলমলে ট্রফিটি। আগের বছর কাতারের মাঠ থেকে বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবেই তিনি ব্যালন ডি’অর ট্রফি পান। যদিও তিনি ২০২২ সালে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাননি।
রোনালদো সর্বশেষ ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হন ২০২২ সালে। সেবার ৩০ জনের মধ্যে তিনি ২০তম হন, যা ২০০৫ সালের পর তার সর্বনিম্ন অবস্থান।
২০২১ সালে সর্বশেষ একত্রে ব্যালন ডি’অরে মনোনীত হন মেসি ও রোনালদো। সেবার মেসি ব্যালন ডি’অর জিতলেও রোনালদো ষষ্ঠ হন। দুজন প্রথমবারের মতো একসঙ্গে এ তালিকায় স্থান পান ২০০৭ সালে। সেবার রোনালদো দ্বিতীয় ও মেসি তৃতীয় হন।
৪০ বছর বয়সী রোনালদো বর্তমানে খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে, আর ৩৮ বছর বয়সী মেসির ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। দুজনই এখনো আন্তর্জাতিক ফুটবল খেলছেন।
এদিকে ক্লাব ও দেশের হয়ে ৩৩ গোল করার পাশাপাশি ১৩ গোলে অ্যাসিস্ট করে এবার ব্যালন ডি’অর পুরস্কারের ফেভারিট ফরাসি ফরওয়ার্ড ওসমান দেম্বেলে। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে। তার আগে ছেলেদের ক্ষেত্রে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ ১০০ দেশের মনোনীত সাংবাদিক ও মেয়েদের ক্ষেত্রে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ ৫০ দেশের মনোনীত সাংবাদিকরা ভোট দেবেন ফুটবলারদের। এবারের ব্যালন ডি’অর পুরস্কারে ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে পারফরম্যান্সকে বিবেচনায় নেয়া হবে।
ছেলেদের ব্যালন ডি’অরে মনোনীত ৩০ জন:
ওসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), ডিজায়ার দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রাইজ (ইন্টার মিলান), সেরহু গিরাসি (ডর্টমুন্ড), আর্লিং হালান্ড (ম্যানসিটি), ভিক্টর ইয়োকেরেস (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), কাভিচা কাভারাৎস্কেলিয়া (পিএসজি), রবার্ট লেভানডভস্কি (বার্সেলোনা), অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), স্কট ম্যাকটোমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), হোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ), রাফিনহা (বার্সেলোনা), ডেক্লান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইজ (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান লির্টজ (লিভারপুল), ভিতিনহা (পিএসজি) ও লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam