
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 27 বার পঠিত
হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ
কর্মকর্তারা জানান, বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার বর্তমানে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এবং দেশটি এই শিল্পের একটি বড় অংশীদার।
বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশ ও সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ বিষয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসফ নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন জাকিমের ডিরেক্টর জেনারেল সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের সিইও হাইরল আরিফফিন সাহারি।
কর্মকর্তারা জানান, বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার বর্তমানে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এবং দেশটি এই শিল্পের একটি বড় অংশীদার।
বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হওয়ায় এই বাজারে প্রবেশের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের। বর্তমানে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ একমাত্র অনুমোদিত সংস্থা যা হালাল সার্টিফিকেশন দেয়। এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান এ সার্টিফিকেট পেয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়াকে বাংলাদেশে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার জন্য প্রয়োজনীয় শর্ত নির্ধারণে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রফেসর ইউনূস বৈঠককে ‘হালাল পণ্যের ওপর একটি ক্লাস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য ধন্যবাদ।‘
দিনের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমে সহযোগিতার জন্য একটি নোট বিনিময় করে। কর্মকর্তারা একে ‘হালাল কূটনীতি’ বলে আখ্যা দেন। জাকিম প্রধান সিরাজুদ্দিন বিন সুহাইমি জানান, শিগগিরই মালয়েশিয়ার একটি দল বাংলাদেশে এসে চাহিদা মূল্যায়ন করবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বিশেষ দূত লুতফে সিদ্দিকী ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam