বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গবন্ধু শিল্প নগরে সাড়ে চার কোটি ডলার বিনিয়োগ করবে ফকির নিটওয়্যার

  |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   401 বার পঠিত

বঙ্গবন্ধু শিল্প নগরে সাড়ে চার কোটি ডলার বিনিয়োগ করবে ফকির নিটওয়্যার

সংগৃহীত ছবি

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রায় সাড়ে ৪ কোটি ডলার বিনিয়োগ করে নিট কম্পোজিট শিল্পকারখানা স্থাপন করবে ফকির নিটওয়্যার। এ জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে প্রতিষ্ঠানটি ১৫ একর জমি বরাদ্দ নিচ্ছে।

ফকির নিটওয়্যার আশা করছে, কারখানা স্থাপন করে উৎপাদন শুরু হলে সেখানে দেড় থেকে দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।

জমি বরাদ্দ বিষয়ে গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বেজার কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য মো. মজিবর রহমান এবং ফকির নিটওয়্যারের উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরিকুজ্জামান।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, দেশে-বিদেশে সুনামের সঙ্গে ব্যবসার বিকাশ ঘটাচ্ছে ফকির নিটওয়্যার। বেজার সঙ্গে প্রতিষ্ঠানটির যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি ও পণ্যে বৈচিত্র্য আসবে।

তিনি বলেন, বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]