
| রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট | 42 বার পঠিত
শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ পরিকল্পনা ফক্সওয়াগনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে আমদানীকৃত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইউরোপের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ফক্সওয়াগন গ্রুপ দেশটিতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি মনে করছে, এ পদক্ষেপ শুল্ক ঝুঁকি কমানোয় সহায়তা করার পাশাপাশি মার্কিন বাজারে তাদের অবস্থান আরো মজবুত করবে। খবর দ্য গার্ডিয়ান।
তিনি বলেন, ‘আমাদের প্রধান যোগাযোগ হচ্ছে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট স্বয়ং। আলোচনাগুলো অত্যন্ত গঠনমূলক হলেও অনেক বিষয় জটিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলোচনার বিষয়বস্তু গোপন রাখব এবং আমি তা মেনে চলছি।’
প্যারিসে মঙ্গলবার অনুষ্ঠেয় ওইসিডি সম্মেলনের এক ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস শেফচোভিচ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার ফল যা-ই হোক না কেন জুলাইয়ে ট্রাম্প ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় ১০ শতাংশ হারে ভিত্তি শুল্ক বহাল থাকতে পারে।
ব্লুম বলেন, ‘ফক্সওয়াগন কেবল নিজস্ব স্বার্থেই নয়, বরং বৈশ্বিকভাবে কার্যকর সমাধানের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিভিয়ানের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে এবং সামনে আরো বড় বিনিয়োগ পরিকল্পনাও রয়েছে।
এদিকে ইউরোপে চীনা ইভির বিক্রি অনেক বেড়েছে। তবে তুলনামূলক কম দামে প্রতিযোগিতা করতে না পারায় ফক্সওয়াগনের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুল্কের কারণে কোম্পানির বিলাসবহুল ব্র্যান্ড পোরশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর গাড়িগুলো মূলত জার্মানিতেই তৈরি।
ভক্সওয়াগন জানিয়েছে, তারা ২৫ হাজার ইউরোর মধ্যে মাঝারি ও সাশ্রয়ী দামের ইভি বাজারে আনবে। এর মধ্যে ‘আইডি.এভরিওয়ান’ (ID.EVERY1) নামে একটি কম দামের মডেল তৈরি হচ্ছে।
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam