
| মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট | 30 বার পঠিত
স্থানীয় গ্রাহকদের ডাটা ইউরোপেই রাখবে মাইক্রোসফট
ইউরোপের ক্লাউড গ্রাহকদের ডাটা সুরক্ষা আরো শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কোম্পানিটি জানিয়েছে, ইউরোপে যেসব তথ্য সংরক্ষণ করা হবে, সেগুলো ইউরোপীয় আইনের অধীনেই থাকবে ও স্থানীয় কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। এতে গ্রাহকরা তাদের ডাটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। খবর রয়টার্স।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ডাটা ইউরোপের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশে এসব ডাটা গেলে সেগুলো আলাদা গোপনীয়তা নীতির আওতায় পড়বে। এ উদ্বেগের পরিপ্রেক্ষিতে মাইক্রোসফটসহ অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আরো স্বচ্ছ ও আঞ্চলিক আইন অনুযায়ী ডাটা ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে।
চলতি বছরের এপ্রিলে মাইক্রোসফট ইউরোপে ক্লাউড ও এআই অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা জোরদারের পরিকল্পনা তুলে ধরে। সর্বশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপীয় ডাটা সিস্টেমে মাইক্রোসফট ইঞ্জিনিয়ারদের যেকোনো রিমোট অ্যাকসেস ইউরোপে অবস্থানরত কর্মীদের অনুমোদন ও তদারকির অধীনে বাস্তবায়ন হবে।
এছাড়া মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটির ‘সভারেইন প্রাইভেট ক্লাউড’ এখন পরীক্ষামূলক (প্রিভিউ) পর্যায়ে রয়েছে এবং চলতি বছরই এটি সাধারণ গ্রাহকদের জন্য চালু করা হবে। এ উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ জোরদারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam