
| রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
ভিয়েতনামে ঝড়ের কবলে নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ৩৭ জনের
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনস্থল হা লং উপসাগরে শনিবার বিকালে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এদের মধ্যে আটজন শিশু বলে নিশ্চিত করা হয়েছে।
নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় দুপুর ২টার দিকে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে ধেয়ে আসা স্টর্ম উইফার প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের মধ্যে নৌকাটি উল্টে যায়।
স্থানীয় পত্রিকা ভিএনএক্সপ্রেস জানিয়েছে, বেশিরভাগ যাত্রীই ছিলেন রাজধানী হ্যানয় থেকে আগত পর্যটক। তবে এখনো সরকারিভাবে নিহতদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি। উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এপি জানায়, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত এবং ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, হা লং বে হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন আকর্ষণ। সেখানে নৌভ্রমণ দেশী-বিদেশী পর্যটকদের মাঝে দারুণ জনপ্রিয়।
উল্লেখ্য, স্টর্ম উইফা চলতি বছরে দক্ষিণ চীন সাগরে আঘাত হানা তৃতীয় টাইফুন। এটি আগামী সপ্তাহের শুরুতে ভিয়েতনামের উত্তর উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
ঝড়ের প্রভাবে উড়োজাহাজ চলাচলও ব্যাহত হয়েছে। হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, শনিবার দিনে ৯টি আগত ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং ৩টি প্রস্থানকারী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam