বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি অবনমন

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   31 বার পঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি অবনমন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি অবনমন

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের ক্যাটাগরি অবনমন করা হয়েছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় কোম্পানিটিকে বিদ্যমান ‘‌এ’ থেকে ‘‌বি’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। আজ থেকে এটি কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬১ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৮৫ পয়সায়।

২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগম লভ্যাংশ ঘোষণা করেছিল। আগের ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২১ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

২০২০ হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭ হিসাব বছরেও বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এছাড়া ২০১৬ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও ‘‌স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

২০০৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৯ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৫৭৬। এর মধ্যে ৩১ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬১ দশমিক ৪৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২০ টাকা ১০ পয়সা ও ৩৬ টাকা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]