শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের শুক্রাণু দিতে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   54 বার পঠিত

অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের শুক্রাণু দিতে আহ্বান

সংগৃহীত ছবি

চীনে সন্তান জন্মের হার ক্রমে কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে জন্মহার বাড়াতে দেশটির হেনান প্রদেশের হিউম্যান স্পার্ম ব্যাংক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে শুক্রাণু দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের

এ ছাড়া বোনাস হিসেবে স্পার্ম ব্যাংকটি একটি প্রতিযোগিতায় অংশ নিতে প্রাদেশিক রাজধানী ঝেংঝুতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমন্ত্রণও জানিয়েছে। শুক্রাণু দিতে উৎসাহিত করতে শত শত মার্কিন ডলার দেওয়া হচ্ছে।

হেনান স্পার্ম ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জানিয়েছে, পরিবেশদূষণ ও কাজের চাপের কারণে দেশে শুক্রাণুর সার্বিক মান খারাপ হয়েছে। এ কারণে অনেক বিবাহিত দম্পতি বন্ধ্যত্বের শিকার হচ্ছেন, যা তাদের জন্য পরিবার ও সমাজে বৈষম্য এনেছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘রক্তদানের মতো শুক্রাণুদানও একটি মানবিক কাজ। এটি বন্ধ্যা দম্পতিদের জন্য সুখবর আনতে পারে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সমাজে অবদান রাখতে শুক্রাণু দান করার আহ্বান জানাচ্ছি।’

ঝেংঝুতে প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন শিক্ষার্থী প্রতিবার শুক্রাণু দেওয়ার জন্য পরিবহনভাড়া ও অন্যান্য খরচ বাবদ প্রায় ২ হাজার ৯৫২ টাকা (২৭ মার্কিন ডলার) করে পাবেন। শিক্ষার্থীরা ২ মাসের মধ্যে ৮ থেকে ২০ বারের বেশি শুক্রাণু দান করবে বলে আশা করা হচ্ছে।

যারা ২০ বার শুক্রাণু দান করবেন, তাদের অতিরিক্ত পুরস্কার হিসেবে প্রায় ৩১ হাজার ৪৭১ টাকা (২ হাজার ১০০ ইউয়ান) পাবেন। এ ছাড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ব্যক্তিরা প্রফেশনাল ফার্টিলিটি মূল্যায়নপত্রও পাবেন।

এই প্রতিযোগিতায় দুজনকে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বোচ্চ শুক্রাণুর সংখ্যার দিক দিয়ে একজন ও সবচেয়ে শক্তিশালী শুক্রাণুর দিক দিয়ে একজনকে নির্বাচিত করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]