
আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 67 বার পঠিত
সংগৃহীত ছবি
পাকিস্তানের খাইবার প্রদেশে একটি মসজিদের ভেতরে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার প্রদেশটির আলি মসজিদ এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানায় ডন।
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা (সিসিপিও) আশফাক আনোয়ার বলেন, অতিরিক্ত স্টেশন হাউস অফিসার (এসএইচও) আদনান আফ্রিদি পুলিশের দলের সঙ্গে ছিলেন। তিনি বোমা হামলাকারীকে দেখে ধাওয়া করেছিলেন এবং বিস্ফোরণে মারা যান।
তিনি বলেন, ধাওয়া করার সময় হামলাকারীরা একটি মসজিদে প্রবেশ করেন। পরে সেখানে এসএইচও আদনান আফ্রিদি প্রবেশ করলে বোমাটি বিস্ফোরণ করানো হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারীর একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মসজিদটি হামলার মূল লক্ষ্য ছিল না।
অন্যদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা গুল ওয়ালি বলেন, এলাকার বাসিন্দারা সেখানে সন্দেহজনক লোকের উপস্থিতি সম্পর্কে পুলিশকে সতর্ক করেছিল।
তথ্য তত্ত্বাবধায়ক প্রাদেশিক মন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শাহ বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং পুলিশ কর্মকর্তা নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, পুলিশের আত্মত্যাগ বৃথা যাবে না। দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে খাইবারে ঘটা দ্বিতীয় সন্ত্রাসী হামলা এটি। গত বৃহস্পতিবার খাইবার প্রদেশের বড়বাজার সংলগ্ন তহসিল সদর দপ্তর কমপ্লেক্স এবং থানার প্রবেশদ্বারে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে আটক করে। এসময় পুলিশ হামলাকারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam