শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাঝ আকাশে রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   39 বার পঠিত

মাঝ আকাশে রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হলে দেশটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে রকেট বিস্ফোরিত হওয়ার পর কক্ষপথে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উত্তর কোরিয়া জানিয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ উৎক্ষেপণের খবর দিয়েছিল। আর এরপরই সোমবার গভীর রাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই স্বীকারোক্তি এলো।

উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেছেন, নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়।

ব্যর্থতার কারণ হিসেবে সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

অবশ্য দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া পীত সাগরের ওপর ‘দক্ষিণ দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে এবং এর কয়েক মিনিট পরে সমুদ্রে অনেক টুকরো দেখা গেছে।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকেও একই ফলাফলের কথা জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন: ‘যে এলাকায় ঘোষণা করা হয়েছিল সেখানে ক্ষেপণাস্ত্রটি উড্ডয়ন করেনি এবং উত্তর কোরিয়া যেভাবে চেয়েছিল পরিস্থিতি সেভাবে থাকেনি। এটি স্যাটেলাইট ছিল কিনা তা আমরা এখনও বিশ্লেষণ করছি।’

জাপান অবশ্য এই ঘটনায় আগেই একটি জরুরি সতর্কতা জারি করেছিল এবং দক্ষিণ ওকিনাওয়া প্রিফেকচারের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয় এবং সেসময় বলা হয়, রকেটটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়বে বলে মনে হচ্ছে না।

এর আগে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করে উত্তর কোরিয়া। ২৭ মে থেকে আগামী ৪ জুনের মধ্যে এই স্যাটেলাইট উৎক্ষেপণের কথাও জানিয়েছিল দেশটি।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গত বছরের শেষের দিকে বলেছিলেন, পিয়ংইয়ং তিনটি সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইটগুলো পিয়ংইয়ংয়ের গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা উন্নত করতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]