শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি হুথিদের

সংগৃহীত ছবি

লোহিত সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরী আইসেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের সামারিক মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩১ মে) এক টেলিভিশন ভাষণে এ দাবি করেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হামলা চালিয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। এই হামলার জবাব দিতে বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হোদেইদে প্রদেশের সালিফ বন্দর, আল-হক বিভাগের একটি রেডিও ভবন, ঘালিফা ক্যাম্প এবং দুটি বাড়িতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা বৃহস্পতিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, হুথিরা যেন লোহিত সাগরসহ এই অঞ্চলে চলাচলরত বাণিজ্যিক জাহাজের ওপর আর কোনো হামলা না চালাতে পারে সেজন্য হুথি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজার সাধারণ মানুষের ওপর বর্বরতা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এ বর্বরতার প্রতিবাদস্বরূপ লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে ইয়েমেনের হুথিরা।

ইসরায়েলগামী জাহাজে হামলা বন্ধ করতে হুথিদের বিরুদ্ধে তখন অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর অংশ হিসেবে ইয়েমেনে তারা অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে।

এসব হামলার জবাব দিতে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যগামী জাহাজেও হামলা চালানো শুরু করে হুথিরা। সর্বশেষ তারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]