
| মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 58 বার পঠিত
আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যচুক্তি বৈশ্বিক অর্থনীতিতে ট্রাম্পের শুল্কবিবাদজনিত অনিশ্চয়তা অনেকটাই কমিয়ে এনেছে বলে মনে করছেন বিনেয়োগকারী ও বিশ্লেষকদের অনেকে। আবার চীনের সঙ্গে চুক্তির আলোচনা এগোতে প্রযুক্তি খাতের রফতানি নিয়ন্ত্রণ স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে গতকাল সাপ্তাহিক লেনদেনের প্রথম দিনে দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। তবে এ ঊর্ধ্বমুখিতাকে অনেকটাই সীমিত করে এনেছে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও বড় ভোক্তাদেশ ভারতে জ্বালানি পণ্যটির আমদানি কমে যাওয়ার তথ্য। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি দাঁড়ায় ৬৮ ডলার ৭৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেশি। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২৭ সেন্ট বা দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৫ ডলার ৪৩ সেন্টে।
এ বিষয়ে আইজি মার্কেটস অ্যানালিস্ট টনি সাইকামোর বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি ও যুক্তরাষ্ট্র-চীন শুল্ক বিরতির সম্ভাব্য মেয়াদ বাড়ার বিষয়টি বিশ্ববাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। এর প্রভাব জ্বালানি তেলের দামের ওপরও পড়েছে।’
ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রে আমদানীকৃত বেশির ভাগ ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে। চুক্তির আওতায় ইইউ আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে ৭৫ হাজার কোটি ডলারের জ্বালানি পণ্য কিনবে—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে গতকাল সুইডেনের স্টকহোমে যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১২ আগস্টের মধ্যে চলমান শুল্ক বিরতি বাড়ানো হবে কিনা সে বিষয়ে আলোচনা হবে এ বৈঠকে। এছাড়া চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা এগোনোর সুবিধার্থে দেশটিতে যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তিপণ্য রফতানির ওপর আরোপিত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলো স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ব্রোকার প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষক থামাস ভার্গা বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইইউ চুক্তির কারণে একটি বড় অনিশ্চয়তা দূর হয়েছে। ফলে বিনিয়োগকারীরা বর্তমানে ডলারের বিনিময় হার ও ভারতের জ্বালানি তেল আমদানি কমার তথ্যের দিকে নজর রাখছেন।’
বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। টানা দ্বিতীয় মাসের মতো এশীয় ক্রেতা দেশগুলোর জন্য পণ্যটির দাম বাড়াতে পারে দেশটি। আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের জ্বালানি তেলের রফতানি মূল্য পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
বার্তা সংস্থা রয়টার্সের জরিপে অংশ নেয়া পাঁচটি পরিশোধনকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ‘আরব লাইট’ জ্বালানি তেলের সেপ্টেম্বরের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) আগস্টের তুলনায় ৯০ সেন্ট থেকে ১ ডলার ৫ সেন্ট পর্যন্ত বাড়তে পারে। স্পট মার্কেটে বর্তমানে প্রতি ব্যারেল আরব লাইট ক্রুড বেচাকেনা হচ্ছে ৭১ ডলার ৭৯ সেন্টে।
জরিপে আরো বলা হয়েছে, আরব এক্সট্রা লাইট, মিডিয়াম ও হেভি গ্রেডের তেলের দামও আগস্টের তুলনায় ব্যারেলপ্রতি ৮০-৯৫ সেন্ট পর্যন্ত বাড়তে পারে।
খাতসংশ্লিষ্টরা জানান, গ্রীষ্মকালীন মৌসুমে মধ্যপ্রাচ্যে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও একই সঙ্গে এশিয়ায় জ্বালানি তেল ব্যবহারের প্রবণতা বৃদ্ধি দাম বাড়ার অন্যতম কারণ।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam