শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালুর সুবিধা নিয়ে মেটলাইফের নতুন পলিসি

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   39 বার পঠিত

গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালুর সুবিধা নিয়ে মেটলাইফের নতুন পলিসি

সংগৃহীত ছবি

‘মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রোটেকশন প্ল্যান অ্যাসুরেন্স’ নামে নতুন ৫ বছর মেয়াদি একটি বিমা পলিসি চালু করেছে মেটলাইফ। যাতে মাত্র একবার প্রিমিয়াম দিয়ে বিস্তৃত বিমা সুবিধার পাশাপাশি পাওয়া যাবে মেয়াদপূর্তিতে গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালু।

যেসব গ্রাহক তাদের আর্থিক বিনিয়োগ থেকে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষাও নিশ্চিত করতে চান তাদের জন্য মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রোটেকশন প্ল্যান অ্যাসুরেন্স বিশেষভাবে উপকারী।

একবার প্রিমিয়াম দিয়েই গ্রাহকরা এই পলিসি থেকে মৃত্যু, দুর্ঘটনা বা শারীরিক অক্ষমতা এবং অঙ্গহানীর ক্ষেত্রে পাঁচ বছরের জন্য আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন; নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রদত্ত এককালীন প্রিমিয়ামের ৩ গুণ পর্যন্ত বিমা কভারেজ অথবা মেয়াদপূর্তিতে গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালু এবং আয়কর রেয়াতের সুবিধা পাবেন।

এই পলিসির জন্য ন্যূনতম এককালীন প্রিমিয়াম ২ লাখ টাকা। ১৮ থেকে ৬০ বছর বয়সের যেকোনো ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন।

পলিসিটি কেনার সুযোগ সীমিত সময়ের জন্য বহাল থাকবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংক থেকে https://www.metlife.com.bd/solutions/savings-investments/mfdpp-assurance। অথবা ১৬৩৪৪ নম্বরে ফোন করে।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান অ্যাসুরেন্স পলিসি বিনিয়োগ ও আর্থিক সুরক্ষার মাধ্যমে গ্রাহকদের নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করবে। এটি গ্রাহকদের জন্য আর্থিক সুরক্ষা নেওয়াও সহজ করে দিচ্ছে, কারণ মাত্র একবার প্রিমিয়াম দিয়েই ৫ বছরের জন্য বিমা কভারেজসহ গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে এ পলিসি থেকে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]