বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে জাইকার অসন্তোষ

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   331 বার পঠিত

প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে জাইকার অসন্তোষ

সংগৃহীত ছবি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে এ প্রতিক্রিয়া জানান সংস্থার সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে জাইকা সন্তুষ্ট নয়। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন প্রক্রিয়ায় যে সময় লাগে তাতে তাদের মাঝেমধ্যে অসুবিধা হয়। একই কাজ তাদের দেশে দ্রুত হয়ে যায়।

মন্ত্রী বলেন, ‘তাদের মতো আমরা করতে পারি না। আমরা তাদের বুঝিয়েছি, আমাদের নিয়মকানুন আছে, এগুলো মানতে হয়, সংসদে জবাব দিতে হয়। আমরা এর মধ্যেও চেষ্টা করব প্রকল্পের কাজ দ্রুত করতে।’

জাইকা এ দেশে শিক্ষা, স্বাস্থ্য ও বড় অবকাঠামোতে আরও সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘হলি আর্টিসানে জাপানের নিহত নাগরিকদের স্মরণ করতে তারা এখানে এসেছে। আমিও তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। এটি নিয়ে আমরা মর্মাহত। এমন কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে আমরা সতর্ক থাকব।’

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সব সময় জাইকার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। অবকাঠামো উন্নয়ন এদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকায় এমআরটি প্রকল্প, আড়াইহাজারে এসইজেড প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, জাইকা বাংলাদেশ এ ধরনের আরও অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে চায়।

জাইকার ঋণের সুদের হার বাড়ানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইয়ামাদা জুনিচি বলেন, জাপান সরকারের সিদ্ধান্তে সুদের হার বাড়ানো হয়। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্যই সুদের হার বাড়িয়েছে জাইকা। আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় সুদের হার নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]