
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 51 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বেজা) নির্দেশনায় মিরসরাই ইকোনমিক জোনে (এমইজেড) অবস্থিত তৃতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
ম্যারিকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাই ইউনিটে প্রাথমিক পর্যায়ে ম্যারিকোর ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলের পণ্য উৎপাদন হবে; যার জন্য ২২০ কোটি টাকার বিশাল বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধাপে ব্যয়ের পরিকল্পনা করেছে ম্যারিকো। ইউনিটটি নতুন অর্থনৈতিক সুযোগের সূচনা করেছে। ফলে এমইজেডসংলগ্ন স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, ম্যারিকো বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্যই স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এবং ম্যারিকো ‘মেইড ইন বাংলাদেশ’-এর প্রতিনিধিত্বকারী একটি গর্বিত প্রতিষ্ঠান।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam