বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘অন্তর্জালে’ ৯৫ হাজার ভিএফএক্স, জানা গেল মুক্তির তারিখ

  |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   143 বার পঠিত

‘অন্তর্জালে’ ৯৫ হাজার ভিএফএক্স, জানা গেল মুক্তির তারিখ

সংগৃহীত ছবি

ঈদুল আজহায় মুক্তির কথা ছিল বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। টিজার, গান, সংবাদ সম্মেলনসহ সব রকমের প্রচারণা শেষ করলেও ঈদে আর মুক্তি পায়নি সিনেমাটি। এবার নতুন মুক্তির তারিখ জানালেন ‘অন্তর্জাল’এর পরিচালক দীপঙ্কর দীপন।

নির্মাতা জানান, বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক। নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। ঈদের তিনটি সিনেমা ভাল ব্যবসা করে যাচ্ছে। ঈদের সিনেমারগুলোর বাম্পার ব্যবসা ও শোকের মাস আগস্টকে মাথায় রেখে আমরা ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ চূড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর।

এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’নির্মাণ করেছেন দীপন। সিনেমা দুটি বেশ আলোচনাতেও ছিল। সিনেমা দুটিতে তিনি বড় ক্যানভাস এবং ভিএফএক্স নির্ভর সিনেমায় সক্ষমতা ভালভাবেই প্রমাণ করেছেন।

দীপনের ভাষ্য, ‘অন্তর্জাল’ সিনেমার একটি ঝলক আপনারা টিজারে দেখেছেন মাত্র। সেটি শুধুই ঝলক। অন্তর্জাল সিনেমায় আরো আছে অনেক কিছু। এছাড়া আধুনিক টেকনোলজি- হলোগ্রাফিক ক্যারেক্টার, হোম অ্যাপ্লায়েন্স রোবট, সিকিউরিটি রোবট- রোবোড্রোন, লেজার প্রটেক্টেড প্রিজন ইত্যাদি এসব সুষ্ঠুভাবে করার জন্য প্রচুর পরিমাণে থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। প্রায় ৯৫ হাজার ফ্রেমের ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।

সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, ‘৮ সেপ্টেম্বর অন্তর্জাল দেখতে আপনার কাছের সিনেমা হলে আসুন। সেপ্টেম্বর হয়ে উঠুক অন্তর্জালময়। অন্তর্জাল আপনাদের ভালবাসা অর্জন করবে- এই অভিপ্রায়ে আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি। ৮ সেপ্টেম্বর থেকে অন্তর্জাল আপনাদের- আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকব আপনাদের প্রতিক্রিয়ার, আপনাদের ভালবাসার।’

‘অন্তর্জাল’ এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]