
| মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট | 199 বার পঠিত
সংগৃহীত ছবি
চলতি বছরেই ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয়েছে বাশার জর্জিস পরিচালিত প্রথম সিরিজ ‘ওভারট্রাম্প’। তারকাবহুল এই সিরিজ নির্মাণের পর এবার নিজের প্রথম সিনেমা নির্মাণ শুরু করেছেন তিনি।
তবে নিজের প্রথম সিনেমাটি সম্পর্কে এখনই আগাম কোনো আভাস দিতে নারাজ তিনি। শুধু জানালেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছেন। বর্তমানে চলছে চলচ্চিত্রটির চিত্রনাট্যের চূড়ান্ত সম্পাদনার কাজ। চিত্রনাট্য চূড়ান্ত হলে শিগগির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন।
প্রথম চলচ্চিত্র সম্পর্কে যুক্তরাষ্ট্র প্রবাসী এ নির্মাতা জানান, মানুষের অন্তর্গত জীবনের সাথে বাস্তব জীবনের যে মিল-অমিল তা’ই চলচ্চিত্রের মূল কেন্দ্রবিন্দু।
টেলিভিশন থেকে বড় পর্দায় নিজের কাজকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তা তিনি আগেই সম্পন্ন করেছেন বেশ ভালোভাবেই। ক্রাইম, ড্রামা, থ্রিলার ও কমেডিকে প্রাধান্য দিয়ে সিরিজ নির্মাণ করলেও পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অবশ্য আরও কেন্দ্রীভূত মনযোগ দেবার আগ্রহ নির্মাতার।
ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’ নির্মাণের আগে প্রজন্ম ওয়েবের শর্টফিল্ম ‘মর্নিং কফি’ নির্মাণ করে বেশ জনপ্রিয়তা ও প্রশংসিত হয়েছিলেন জর্জিস বাশার। পরিচালনা করেছেন বিটিভি ও এটিএন বাংলায় প্রচারিত বিবিসি’র ধারবাহিক নাটক ‘উজান গাংগের নাইয়া’রও একাধিক পর্ব।
Posted ১:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam