বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আফরান নিশো

  |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   210 বার পঠিত

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আফরান নিশো

সংগৃহীত ছবি

সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। যেখানে দারুণ অভিনয় করেছেন তিনি। ভক্ত-অনুরাগীদেরও প্রশংসাও পেয়েছেন বেশ।

নিশোকে সিনেমায় দেখে কেমন প্রতিক্রিয়া ছিল তার স্ত্রী ও পরিবারের মানুষের? এক সাক্ষাৎকারে দেওয়া এমন প্রশ্নের জবাবে অভিনেতা বললেন, ‘‘আমার স্ত্রী মুখ ফুটে খুব প্রশংসা করে, এমন না। তবে ‘সুড়ঙ্গ’ দেখার পর তার প্রতিক্রিয়া খুব ভালো ছিল। সিনেমার গল্প নিয়েও তার কোনো আপত্তি ছিল না।’’

স্ত্রী প্রসঙ্গে নিজেকে খুব ধন্য মনে করেন নিশো। তিনি বলেন, ‘পেশাগত জীবনে এত সময় দেই যার কারণে সাংসারিক জীবনে খুব একটা সময় দিতে পারি না। সবসময়ই দেখা গেছে কাজের মধ্যে ডুবে থাকি। তবুও স্ত্রী হিসেবে সে এটা মেনে নিচ্ছে। কখনো খারাপ ব্যবহার করছে না। সে জায়গা থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করি।’

স্ত্রীর প্রশংসা করে অভিনেতা আরও বলেন, ‘সহধর্মিণী হিসেবে যেভাবে পাশে থাকার কথা, আমার স্ত্রী সবসময়ই সেভাবে পাশে ছিল। আমার কাজে সাহায্য করেছে।’

পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রশংসা, কাজের সমালোচনা উভয়ই মেলে নিশোর। এই তারকা বলেন, ‘আমার পরিবারে সমালোচক আছে, বিশেষজ্ঞ আছে। তারা জ্ঞানী। তাদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। পরিবার থেকে যখন কোনো কাজের প্রশংসা আসে সেটা অনেক অনুপ্রাণিত করে।’

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]