বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানো সমীচীন হবে না

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   97 বার পঠিত

বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানো সমীচীন হবে না

সংগৃহীত ছবি

বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানো সমীচীন হবে না বলে মত দিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)। রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বাড়ানো, ব্যবসা সহজীকরণ ও ব্যয় কমাতে এ ক্ষেত্রে মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্প্রতি চিঠি দেয় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এনবিআর কাস্টমস বন্ড কমিশনারেটের মতামত চাইলে মেয়াদ না বাড়ানোর পক্ষেই মত দেয় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে এনবিআর সূত্রে জানা গেছে। গত ৩০ আগস্ট বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে এনবিআরকে চিঠি দেন কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. আজিজুর রহমান। এতে বলা হয়, বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হলে বন্ড প্রতিষ্ঠানগুলোর সময় ও অর্থের কিছুটা সাশ্রয় হবে, যদিও পরিমাণ বিবেচনায় তা নগণ্য।
নেতিবাচক দিক নিয়ে চিঠিতে বলা হয়, শতভাগ রপ্তানিমুখী বন্ডেড তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ তিন বছর হওয়ায় তারা লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতি বছর নিরীক্ষা সম্পন্নের বিষয়ে উদাসীন। এ ক্ষেত্রে বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সের মেয়াদ তিন বছর করা হলে তারা নিরীক্ষা সম্পাদনে আরও বেশি শৈথিল্য প্রদর্শন করতে পারে।

এতে আরও বলা হয়, বন্ড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া অত্যন্ত সহজ। কোনো প্রতিষ্ঠান নবায়ন ফি জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন (বিজিএমইএ, বিকেএমইএ, বিজিপিএমইএ, বিএলএফএমইএ) বরাবর দাখিল করলে লাইসেন্স নবায়িত মর্মে গণ্য হয়। সুতরাং এত সহজ প্রক্রিয়ায় যেহেতু নবায়ন করা যায় সেহেতু নবায়ন মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা নেই মর্মে প্রতীয়মান।

চিঠিতে বলা হয়, ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি), এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) এবং ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদের মতো বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সের মেয়াদও দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার আবেদন করেছে বিজিএমইএ। কিন্তু এসবের সঙ্গে বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স তুলনীয় নয়। বন্ড লাইসেন্স অত্যন্ত সংবেদনশীল। কেননা এর আওতায় শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করা হয়। এ কাঁচামাল দিয়ে উৎপাদিত রপ্তানি প্রক্রিয়ার ওপর কাস্টমস কন্ট্রোল বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। এসব দিক পর্যালোচনা করে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) মনে করে বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছরের পরিবর্তে দুই বছর রাখাই সমীচীন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]