
অর্থনীতি ডেস্ক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 53 বার পঠিত
সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেছেন, অনেক পুরোনো ও জটিল আয়কর আইন, ১৯২২ সময়োপযোগী করে সহজবোধ্য নতুন আয়কর আইন প্রণীত হয়েছে। এ প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জেনেও এনবিআর আয়কর আইনকে ব্যবহারকারীবান্ধব এবং সহজ করার সর্বাত্মক চেষ্টা করে। নতুন আয়কর আইন প্রণয়নে সব অংশীজনের মতামত নেওয়া হয়েছে।
গত শুক্রবার ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘আয়কর আইন, ২০২৩’ এর ওপর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গতকাল আইসিএমএবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়েছে।
রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, সব আইনই সময়ের ব্যবধানে প্রতিনিয়ত হালনাগাদ
করতে হয়। আয়কর আইন, ২০২৩ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে থাকল।
সেমিনারে স্বাগত বক্তব্যে আইসিএমএবির সাবেক সভাপতি আরিফ খান বলেন, আইসিএমএবির সদস্যরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের অনেকেই আয়কর অনুশীলন করছেন এবং জাতীয় অর্থনীতি মজবুত করে গড়ে তোলার জন্য সরকারকে সহায়তা করছেন।
আইসিএমএবি সভাপতি আবদুর রহমান খান বলেন, বেশ কয়েকটি আইনে আইসিএমএবির হিসাবরক্ষকদের অন্যান্য পেশাদার হিসাবরক্ষকের সমতুল্য করা হয়েছে। কিন্তু অনেক খাতে চাহিদা থাকা সত্ত্বেও সিএমএদের বিবেচনা করা হচ্ছে না।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন। এনবিআরের সাবেক সদস্য রঞ্জন কুমার ভৌমিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এনবিআরের দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam