
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 52 বার পঠিত
সংগৃহীত ছবি
সীমান্ত ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সীমান্ত ব্যাংকে ইন্টার্নশিপ, খণ্ডকালীন চাকরিসহ কর্মজগৎ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং ঢাবির স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
Posted ১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam