
অর্থনীতি ডেস্ক | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 55 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে মিয়ানমার আগ্রহী বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার অং কিউ মোয়ে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আগ্রহের কথা জানান তিনি।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে এফবিসিসিআইর শাখা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের হাইকমিশনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ সংগঠনটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মিয়ানমারের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মিয়ানমার ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছে। ১৯৭১ সালে যে পাঁচটি দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, সেই দেশগুলোর একটি হলো মিয়ানমার। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতিবেশী হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ খুবই কম। একসময় চট্টগ্রাম থেকে নৌপথে ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্য সম্পন্ন হতো। কিন্তু কিছু কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কমে গেছে। সম্ভাবনাময় অনেক খাত থাকলেও সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করলে বাণিজ্যিকভাবে উভয় দেশই লাভবান হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, পাট, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্যে বিশ্বব্যাপী দারুণ সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। মিয়ানমার বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে। পাশাপাশি চাল, পেঁয়াজ, মসলাসহ বিভিন্ন পণ্য মিয়ানমার থেকে আমদানি করতে পারে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও জ্বালানি খাতে মিয়ানমারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam