শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পণ্য বহুমুখীকরণে টেকনোলজি সেন্টার ভূমিকা রাখবে: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত

পণ্য বহুমুখীকরণে টেকনোলজি সেন্টার ভূমিকা রাখবে: বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে রপ্তানি প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের শক্ত অবস্থান তৈরি ও পণ্যের বহুমুখীকরণে নির্মিতব্য টেকনোলজি সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার রাজধানীর হোটেল র‍্যাডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস’ শীর্ষক সংশোধিত প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার ফর লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এবং সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার নির্মাণকাজের চুক্তি সই উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রকল্পটি যথাসময়ে শেষ করার ওপর গুরুত্ব আরোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ২০৪০ সালে ৩০০ বিলিয়ন এবং ২০৩০ সালে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে এসব স্থাপনা। দেশের বেসরকারি খাত, বিশেষ করে রপ্তানিকারকরা অর্থনীতির একটি বড় চালিকাশক্তি। বাংলাদেশকে বৈশ্বিক রপ্তানি বাজারে অত্যন্ত শক্ত অবস্থানে নিয়ে যেতে এ টেকনোলজি সেন্টার ব্যবহারে এগিয়ে আসবেন তারা। মানসম্পন্ন বহুমুখী পণ্যের মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।

তিনি জানান, টেকনোলজি সেন্টার দুটি স্থাপন করা হলে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা সহজেই অত্যাধুনিক ও বিশ্বমানের টেকনোলজির সঙ্গে পরিচিত হতে পারবেন। এখান থেকে সেবা নিয়ে উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো ও পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে রপ্তানি বাণিজ্যে আমাদের শক্তি ও সামর্থ্য অনেকাংশে বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কাশিমপুরে ৫ একর জমিতে বঙ্গবন্ধু ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার ফর লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এবং কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৫ দশমিক ২ একর জমিতে সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নির্মাণ হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস প্রকল্পটির পরিচালক মনছুরুল আলম (অতিরিক্ত সচিব) এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান রায়হান মোস্তাফিজ চুক্তি সই করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৭ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]