শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেয়াদ বাড়ল আশুগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   53 বার পঠিত

মেয়াদ বাড়ল আশুগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের

সংগৃহীত ছবি

আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেয়াদ বাড়ানোর পাশাপাশি এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফসহ ৬৯ কোটি ৪২ লাখ টাকায় ২৪ হাজার ৩০০টি এসপিসি পোল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এসব ব্যয় অনুমোদন দিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বৃদ্ধি এবং ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত মেয়াদে ৫ বছরে স্পন্সর কোম্পানি প্রিসিশন এনার্জি লিমিডেটকে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কনসোর্টিয়াম (ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিডেট, জিজি ক্লিন এনার্জি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কো. লিমিটেড এবং ক্যাসিওপিয়া অ্যাপারেলস লিমিটেড)-কে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৫ টাকা হিসেবে আনুমানিক ২০ বছর মেয়াদে আনুমানিক ৩ হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) প্রকল্পের লট-২ এর আওতায় ২৪ হাজার ৩০০টি এসপিসি পোল যৌথভাবে ক্যাসেল কনস্ট্রাকশন কোং লিমিটেড, দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং রয়্যাল গ্রিন প্রোডাক্টস লিমিডেটের কাছ থেকে ৬৯ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৮৬২ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাবিউবোর ৪টি বিতরণ অঞ্চলে বর্তমান সিস্টেমের সঙ্গে উন্নত প্রযুক্তি ব্যবহারে জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথ উদ্যোগে ইতালির সিইএসআই এবং বাংলাদেশ এসএস সলিউশনকে নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯ কোটি ৯২ লাখ ৫৮ হাজার ২২০ টাকা।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ‘ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং’ প্রকল্পের বিদ্যমান স্টিম টারবাইনের মেরামতের কাজের জন্য চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১০৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৪৪৮ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]