
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 74 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩-এর স্পেশাল ক্যাটেগরি ‘আইকনিক বিজনেস লিডার’ সম্মাননায় ভূষিত হয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
গতকাল বুধবার এমজিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মোস্তফা কামালের হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমী) আলী। অনুষ্ঠানে দেশের ব্যবসায়িক ক্ষেত্রের ২৮ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থ ও বাণিজ্য খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে এবারই প্রথম ‘আইকনিক বিজনেস লিডার’ স্পেশাল ক্যাটেগরিটি সংযুক্ত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা পালনের জন্য এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালকে পুরস্কৃত করেই ক্যাটেগরিটির সূচনা হলো। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এমজিআইর বর্তমানে ৫৪টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
এবার সি-সুটস অ্যাওয়ার্ডের জন্য ২২টি ক্যাটেগরিতে ৩৫টি প্রতিষ্ঠান থেকে শতাধিক মনোনয়ন জমা পড়ে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করে সপ্তম লিডারশিপ সামিটের। এ আয়োজনে সহযোগিতায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সামিট কমিউনিকেশন্স, শেল্টেক্, বিএসআরএম, টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার, এটুআই, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন কনসালট্যান্সি।
Posted ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam