
অর্থনীতি ডেস্ক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 46 বার পঠিত
সংগৃহীত ছবি
মোটরসাইকেল ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাইগার নিউ এনার্জি ও মোটরসাইকেল ব্র্যান্ড টিভিএস’র মধ্যে পারস্পারিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টিভিএস’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগার নিউ এনার্জির সিইও নিকোল মাও, টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায় ও দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ চুক্তির আওতায় টাইগার নিউ এনার্জি, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের জন্য এককভাবে উচ্চমানের ব্যাটারি ‘টি-সেভিয়ার’ সরবরাহ করবে। যার ফলে মোটরসাইকেল চালকরা এখন উচ্চতর ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহারের সুবিধা পাবেন।
পারস্পারিক এ উদ্যোগের মাধ্যমে টাইগার নিউ এনার্জি টিভিএস মোটরসাইকেলের জন্য পরিবেশবান্ধব ও অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি নিয়ে এসেছে যা দুটি প্রতিষ্ঠানের জন্যই বিরাট মাইলফলক অর্জনে সহায়ক বলে মনে করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam