
শিল্প ও বাণিজ্য ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 48 বার পঠিত
সংগৃহীত ছবি
২০২৪ সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫ লাখ ৬৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৩০ লাখ ৬৫ হাজার টন জ্বালানিতে ব্যয় হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি তেলসহ মোট ১৭টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, ২০২৪ সালে বিপিসি সৌদি আরামকো থেকে ৮ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। এতে ব্যয় হবে ৬ হাজার ৪০৭ কোটি টাকা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এডিএনওসি থেকে ৭ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি টাকা। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ২০২৪ সালে এ তেল আমদানি করবে বিপিসি।
অন্যান্য প্রস্তাব
সাতক্ষীরায় ১০০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সাসটেইনেবল এনার্জি ইন্টারন্যাশনাল। এখান থেকে প্রতি ইউনিট ১৩ টাকা ৫২ পয়সা দরে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার। মোট ব্যয় হবে আনুমানিক ৫ হাজার ৬৮৭ কোটি টাকা। নোয়াখালীতে ১০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে কনসোর্টিয়াম অব ইনফ্রাকো এশিয়া ডেভেলপমেন্ট পিটিই লিমিটেড, গ্রিনসেলস জিএমবিএইচ এবং গ্লোবাল গ্রিনজেন। ৩৫৭ কোটি টাকা ব্যয়ে এ কেন্দ্র থেকে প্রতি ইউনিট ১১ টাকা দরে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার।
অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ কেনার প্রকল্পে ১৭৭ কোটি ৪৮ লাখ ব্যয় বৃদ্ধিসহ বিমান-নৌ-সড়কের মোট প্রকল্পের ব্যয় ২৮৯ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন। এ ছাড়া প্রায় ২৪২ কোটি টাকায় মরক্কো ও তিউনিসিয়া থেকে ৫৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ৬৯ হাজার ৩৭৫ কার্টনে ২২ প্রকার ওষুধ সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
Posted ৫:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam