শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৪০ টাকা কেজি আলু বিক্রি করে গুনতে হলো পাঁচ হাজার টাকা জরিমানা

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   66 বার পঠিত

৪০ টাকা কেজি আলু বিক্রি করে গুনতে হলো পাঁচ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি

রমজান মাসে নিত্যপণ্যের মূল্য তদারকির লক্ষ্যে অভিযানে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রাজধানীর বনানী বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রেখেছেন।

তবে মূল্য তালিকা টানিয়েও রক্ষা পায়নি ভাই ভাই সবজি স্টোর নামের একটি প্রতিষ্ঠান। দোকানটির টানানো মূল্য তালিকায় আলুর দাম লিখে রাখা হয়েছে প্রতি কেজি ৪০ টাকা। আর সে অনুযায়ী ক্রেতাদের কাছে আলু বিক্রি করা হচ্ছে। অথচ কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া মূল্য তালিকা অনুযায়ী আলু বিক্রি করতে হবে প্রতি কেজি ২৮ টাকায়। তারা সে নির্দেশনা না মেনে প্রতি কেজি ৪০ টাকায় আলু বিক্রি করছিল।

এই অপরাধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ভাই ভাই সবজি স্টোর নামক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর বনানী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

অভিযানের বিষয়ে তিনি বলেন, বাজার তদারকির লক্ষ্যে আমাদের নিয়মিত পরিচালিত অভিযানে এসে দেখতে পাই নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করছিলেন এই দোকানি। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন। যে কারণে সংশোধনমূলকভাবে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে যেন এমন কার্যক্রম কখনো না করে সে বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করা বিক্রেতা মোহাম্মদ ইব্রাহিম বলেন, আলুর দাম কমেছে এটা শুনেছি কিন্তু আমার পাইকারি দাম হিসেবে কারওয়ান বাজার থেকে কেনা বেশি পড়েছে, যে কারণে আমি বেশি দামে বিক্রি করছি। যেমন দামে কিনেছি তেমন দামে এসে বিক্রি করছি, আমার মতো ছোট ব্যবসায়ীকে না ধরে যারা কারওয়ান বাজারে ব্যবসা করছে তাদেরকে ধরা উচিত। আজকে আমার অপরাধ আমি বাজার মূল্যের চেয়ে বেশি দামে অর্থাৎ প্রতি কেজি‌ আলু ৪০ টাকায় বিক্রি করছি।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]