বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফারহান ও সাফা কবিরের প্রথম নাটক

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   160 বার পঠিত

ফারহান ও সাফা কবিরের প্রথম নাটক

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় তারকা মুশফিক আর ফারহান ও সাফা কবির। প্রথমবারের মতো এবার ঈদের বিশেষ নাটক ‘ফিদা’ -তে দেখা যাবে এ তারকা জুটিকে। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ।

নাটকের গল্পে মূল চরিত্রে রয়েছে তুষার ও পুষ্প। এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।

এ জুটির প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের পরিবারও। পারিবারিকভাবেই তাদের বিয়ের বিষয়টি ঠিক হয়ে থাকে। যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায়।

নির্মাতা জানান, পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প এটি। যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানাপড়েনও উঠে আসবে।

বিজ্ঞাপন

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ফিদা’ নাটকটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন জুটি দাঁড়াবে বলে আশা করছেন তারা। নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও বড়দা মিঠু।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]