বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   141 বার পঠিত

টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ফিল্ডিংয়ে নেমে সফরকারী আয়ারল্যান্ডকে বেশিদূর এগোতে দিলো না নিগার সুলতানা জ্যোতির দল।

নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস। ধবলধোলাইয়ের ইতিহাস গড়তে টাইগ্রেসদের করতে হবে ১৮৬ রান।

আজ (সোমবার) মিরপুর শের-ই-বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির দিকটাও নেহায়েত কম না। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা ছাড়াও বিশ্বকাপে চোখ রেখে মাঠে নেমেছে স্বাগতিক মেয়েরা।

যদিও এদিন টস ভাগ্য পাশে পাননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী আইরিশ অধিনায়ক গাবি লুইস।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ।

দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড।

এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ১৮৫ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান এসেছে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]