বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছন্দে ফিরলেন আফরান নিশো

  |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   182 বার পঠিত

অভিনেতা আফরান নিশো

নাটকে ইতি টেনে গত বছরেই সিনেমায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রায় দেড় বছর পার হয়ে গেলেও নতুন কোনো কাজ শুরু করতে পারেননি এ অভিনেতা। নানা জল্পনা-কল্পনার পর কয়েকদিন আগেই দ্বিতীয় সিনেমা ‘দাগি’র ঘোষণা আসে। এতে তিনি দুই নায়িকা নিয়ে পর্দায় আসছেন।

প্রথম সিনেমার নায়িকা তমা মির্জার সঙ্গে এবার তার সঙ্গী হচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। এদিকে সিনেমার ঘোষণার পরই নতুন একটি ওটিটি কনটেন্টে যুক্ত হওয়ার খবরও জানান এ অভিনেতা। পরপর দুই কাজের ঘোষণা দিয়ে যেন ছন্দে ফিরলেন নিশো। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন একটি ওয়েব সিরিজে। তবে এটির নাম এখনো চূড়ান্ত হয়নি। নির্মাণ করছেন ভিকি জাহেদ। জুটি বেঁধে তারা এর আগেও অনেক প্রশংসনীয় কাজ উপহার দিয়েছেন। নির্মাতা বলেন, “নিশো ভাই জানালেন, অনেক দিন দুজনের কাজ হচ্ছে না। একটা সিরিজের গল্প ফাঁদতে, আলোচনা করে সব চূড়ান্ত করলাম। ‘দাগি’র শুটিংয়ের পরই নাম ঠিক না হওয়া সিরিজের কাজ করব।” এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমার নতুন সিনেমার জন্য অনেকেই অপেক্ষায় ছিল। শিগ্গির শুটিং শুরু হবে আশা করছি। এদিকে ভিকির সঙ্গে এর আগেও কাজ হয়েছে। এ সিরিজটি আগের কাজগুলোর মতোই দর্শক গ্রহণ করবে বলে আমি আশাবাদী।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]