বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অপূর্ব ফারিণ ও পাভেলের দুর্ঘটনা নিয়ে যা বললেন পরিচালক

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   153 বার পঠিত

অপূর্ব ফারিণ ও পাভেলের দুর্ঘটনা নিয়ে যা বললেন পরিচালক

অপূর্ব ফারিণ ও পাভেলের দুর্ঘটনা নিয়ে যা বললেন পরিচালক

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পরিচালক কাজল আরেফিনের ‘হাউ সুইট’ ওয়েবফিল্মে শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে অপূর্ব ও ফারিণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও ভর্তি আছেন পাভেল।

নভেম্বর থেকে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলছে। এরই মধ্যে ১৩ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। ১৪তম দিনে এসে এ দুর্ঘটনা ঘটে। এতে এই ওয়েব ফিল্মের তিন প্রধান অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, ফারিণ ও পাভেল আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে নির্মাতা কাজল আরেফিন জানান, তার এই ওয়েব ফিল্মের তিনজন গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী দুর্ঘটনায় আহত হয়েছেন। ঢাকার পাশেই জিন্দাপার্কে শুটিংয়ের সময় গত শুক্রবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর ফারিণ ও পাভেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া শেষে সন্ধ্যায় ফারিণকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হলেও পাভেলকে থাকতে হয়েছে। শনিবার সন্ধ্যার পর তার এমআরআই করানোর কথা রয়েছে। এরপর প্রতিবেদন দেখে সিদ্ধান্তের কথা জানা যাবে।

দুর্ঘটনা সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমরা ঢাকার পাশে জিন্দাপার্কে শুটিং করছিলাম। একটি দৃশ্য ছিল এমন— বাজারের মধ্যে স্কুটিতে করে আসবেন অপূর্ব ভাই, ফারিণ ও পাভেল। একটা নির্দিষ্ট মার্ক দেওয়া ছিল, যেখানে এসে স্কুটি থামবে। কথা ছিল— ফারিণ স্কুটি চালাবে, অপূর্ব ভাই ও পাভেল পেছনে বসা থাকবেন। কিন্তু ফারিণ স্কুটি চালাতে না পারায় দায়িত্ব পড়ে পাভেলের ওপর। সে নিয়মিত স্কুটি চালায়ও। তাই দৃশ্য অনুযায়ী পাভেল চালাবে, পেছনে বসা ছিলেন ফারিণ ও অপূর্ব ভাই। মাটির রাস্তাটায় বালু ছিল। স্কুটি একটা জায়গায় এসে ব্রেক করার কথা। পাভেল ব্রেকও করেছিল। নামার সময় পা পিছলে পড়ে যায়। অপূর্ব ভাই ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে গেলেও পাভেল আর ফারিণ পারেনি। দুজনের আঘাত পরিমাণে বেশি হলেও অপূর্ব ভাই শুধু কবজিতে আঘাত পান।

তিনি বলেন, ‘অপূর্ব ভাই স্কুটি থেকে নেমে দাঁড়িয়ে যেতে পেরেছিলেন। কবজিতে ব্যথা পেয়েছেন। ফারিণ এমনভাবে পড়েছে, মাথায় এমনভাবে আঘাত লেগেছে, যে কোনো কিছুই ঘটতে পারত। ভাগ্য ভালো, মাটির রাস্তা হওয়ার কারণে মাথা ফাটেনি। অন্যথায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তবে ফারিণের হাত-পা প্রচুর ছিলে গেছে। ব্যথাও পেয়েছে। স্কুটির হ্যান্ডেল পাভেলের বুকে লাগার কারণে ওর পাঁজরে একটা ক্র্যাক হয়েছে। যেটার কারণে পাভেলকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। আজ এমআরআই করানো হবে। এরপর জানা যাবে, তাকে হাসপাতালে আরও রাখা লাগবে কিনা। ফারিণকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এক স্কুটিতে তিনজন বসল কীভাবে— এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘স্কুটিতে তিনজন কিন্তু বসা যায়। আমাদের দৃশ্যের প্রয়োজনে তিনজনকে দেখানো লাগতও। সেভাবেই আয়োজন করা হয়েছে।

কাজল আরেফিন বলেন, আমাদের শুটিং বাকি আর তিন দিন। আমরা ১৩ দিন শুটিং করলাম, ১৪ দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল। এখন ওই বাজারের শুটিং পুরোটা আবার করতে হবে। অনেক বড় একটা সেট বানানো হয়েছিল। বাজারের এই সেট বেশ ব্যয়বহুল। এই সেটে প্রথম দিন শুটিং করতে পারিনি বলে ভাড়া দিয়ে একদিন রেখে দিয়েছিলাম। গতকাল ভেবেছি, শুটিং করে শেষ করতে পারব। এই সেটের মধ্যে বাজারের দোকানদার, অতিথি শিল্পী—সব কিছু মিলিয়ে ৮৬ জন মানুষকে পর্দায় দেখা যাবে। আবার সবাইকে নিয়ে আয়োজনটা করতে হবে। দুর্ঘটনার কারণে আমাদের এখন পুরোটা নতুনভাবে আয়োজন করতে হবে। কারণ এই দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]