বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইমনের নতুন ছবি ‘ময়নার চর’, কী আছে এতে?

  |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   141 বার পঠিত

ইমনের নতুন ছবি ‘ময়নার চর’, কী আছে এতে?

নায়ক মামনুন হাসান ইমন

বছরের শেষ প্রান্তে এসে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মামনুন হাসান ইমন। ঢাকাই সিনেমার এ নায়ক সিনেমার বাইরে অন্যান্য কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তবে চলতি বছরেই ওটিটিতে তার আত্মপ্রকাশ ঘটে।

সম্প্রতি জানান, তিনি ‘ময়নার চর’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন। ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে শুটিং করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সুষ্মী রহমান। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প।’

তিনি আরও বলেন, ‘প্রচণ্ড শীতের মধ্যে শুটিং করছি। ভোর থেকে মানুষ দল বেঁধে শুটিং দেখতে আসেন। এর মধ্যে অনেকেই আছেন বয়স্ক মানুষ। তারা কখনোই ক্যামেরা দেখেননি। অনেকে আছে জীবনে কখনো ঢাকায় যাননি। তারা যেমন আন্তরিক, তেমনি সহজ সরল। শুটিং শেষ করতে এলাকার মানুষই আমাদের সব রকম সহায়তা করছেন।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]