বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি ১৪ বছরের বৈভবের

  |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি ১৪ বছরের বৈভবের

আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি ১৪ বছরের বৈভবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। জয়পুরে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালসের এ ওপেনিং ব্যাটার। আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি করে রেকর্ডের মালিক ক্যারিবীয় গ্রেট ক্রিস গেইল। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বর্তমানে বিলুপ্ত পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন গেইল।২১০ রান তাড়া করতে গিয়ে বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারেই ১৪৪ রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। বৈভবের কীর্তিময় ম্যাচে রাজস্থান জিতেছে ২৫ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয়। যশস্বী জয়সোয়াল ৪০ বলে ৭০ রান করে ও রাইয়ান পরাগ ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।আফগান পেসার করিম জানাতের করা দশম ওভার থেকে ৩০ রান তুলে নিয়ে ৯৫-এ পৌঁছে যান বৈভব। পরের ওভারে তারই দেশের রশিদ খানকে মিডউইকেট অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন।

মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ ও করিম জানাতকে কচুকাটা করে উইকেটের চারিদিকে রান তুলেছেন বৈভব। ৩৮ বলে ১১ বাউন্ডারি ও ১১ ছক্কার সাহায্যে ১০১ রান করে তিনি প্রসিদ্ধের বলে বোল্ড হয়ে যান। অবিশ্বাস্য এক সেঞ্চুরি করে কিশোর বৈভব মাঠ ছাড়ার সময় গোটা স্টেডিয়ামের দর্শক আর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা তাকে অভিবাদন জানান।

রাজস্থানের হয়ে আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বৈভব। এর আগে দলটির হয়ে সর্বোচ্চ ১০টি ছক্কা মারা কীর্তি ছিল সাঞ্জু স্যামসনের। জয়সোয়ালের সঙ্গে তার তোলা ১৬৬ রান আইপিএলে রাজস্থানের হয়ে ওপেনিং জুটিতে রেকর্ড। আগের রেকর্ড ছিল জস বাটলার ও পাড়িক্কালের ১৫৫ রান।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ দ্রুততম সেঞ্চুরিয়ান এখন বৈভব সূর্যবংশী।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]