বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রেমিট্যান্সের বিনিময়ে প্রবাসীরা ভোটের অধিকার ও পরিবারের নিরাপত্তা চায়

  |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

রেমিট্যান্সের বিনিময়ে প্রবাসীরা ভোটের অধিকার ও পরিবারের নিরাপত্তা চায়

রেমিট্যান্সের বিনিময়ে প্রবাসীরা ভোটের অধিকার ও পরিবারের নিরাপত্তা চায়

রেমিট্যান্সের বিনিময়ে প্রবাসীরা ভোটের অধিকার ও পরিবারের নিরাপত্তা চায় বলে মন্তব্য করেছেন এনসিপি ডায়াস্পরা এলায়েন্স ইতালির প্রধান সমন্বয়কারী সালাহউদ্দীন আকন।ইতালির ভেনিসে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডায়স্পরা এলায়েন্স ইতালি শাখার বিশেষ মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই)বিকেলে ইতালির ভেনিসে এই মতবিনবময় সভা অনুষ্ঠিত হয়।সভায় এনসিপি ডায়াস্পরা এলায়েন্স ইতালির প্রধান সমন্বয়কারী সালাহউদ্দীন আকন বলেন, গত বছরের জুলাইয়ে প্রায় দেড় হাজার শহীদ ও হাজার হাজার আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। এই লড়াইয়ে আমরা প্রবাসীরাও অংশ নিয়েছিলাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির মাধ্যমে।

সভায় অন্যান্য নেতাকর্মীরা দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, আমাদের নাগরিক অধিকারের মধ্যে অন্যতম হলো সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। আমরা আমাদের পরিবার ও আত্মীয়স্বজন ছেড়ে বিদেশে এসে দেশ গড়া ও দেশের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি। আমরা আমাদের প্রিয়জন ও দেশবাসীর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারের প্রত্যক্ষ ভূমিকা দেখতে চাই।

সভায় অংশ নেন ভেনিস ও আশেপাশের এলাকার সক্রিয় সদস্যরা। সভায় জাতীয় নাগরিক পার্টির ইতালিস্থ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গঠনমূলক আলোচনা হয়।

আলোচনায় আরও উঠে আসে এনসিপি ডায়াস্পরা অ্যালায়েন্স ইতালির বর্তমান অবস্থা, কাঠামো এবং সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার উপায় ও পরিকল্পনা, এনসিপির সাংগঠনিক কর্মপদ্ধতি, প্রবাসে এনসিপির সামাজিক কার্যক্রম ইত্যাদি।

সভায় রোম থেকে অনলাইনে যুক্ত ছিলেন এনসিপি ডায়াস্পরা এলায়েন্স ইতালি শাখার অন্যতম সমন্বয়কারী রাসেল মোহাম্মদ। তিনি সভায় সকলের প্রতি দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম নওশাদ, মো. মাসুদ পারভেজ রুবেল, কামাল হোসেন, মাসুম, দেলোয়ার, আল-আমিন প্রমুখ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]