বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশীকে

  |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   32 বার পঠিত

ফের কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশীকে

ফের কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশীকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সম্প্রতি ১৯৮ জন বিদেশী নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশী নাগরিক।

গতকাল এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম ‘দ্য এজ মালয়েশিয়া’ জানিয়েছে, অভিবাসনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি। এছাড়া পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকাকে ফেরত পাঠানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, প্রবেশ প্রত্যাখ্যান হওয়া মোট ১৯৮ জন বিদেশী নাগরিকের মধ্যে ১২৮ জনকে টার্মিনাল-১ থেকে আটক করা হয়। তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশী, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরীয় নাগরিক। অন্যদিকে টার্মিনাল-২ থেকে আটক করা হয়েছে বাকি ৭০ জনকে। এর মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানিয়েছেন, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোই তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার কাজ করবে।

তিনি আরো জানান, বেশ কয়েকজন আটক ব্যক্তির ফোনে একেপিএস কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা সিন্ডিকেটে জড়িত থাকার ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে, এ ছবিগুলো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে সহায়তার জন্য ব্যবহার হচ্ছিল।

মালয়েশিয়া যাতে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার না হয় তা নিশ্চিত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করে দেন তিনি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]