বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   42 বার পঠিত

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরে দেশটির অভিবাসন মহাপরিচালক, ওয়াইবিএইচজি দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. শামীম আহসান।
এই সাক্ষাতে হাইকমিশনার মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে কৌশলগত আলোচনার মাধ্যমে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মনে করে হয়। এছাড়া অভিবাসন এবং কর্মশক্তি ব্যবস্থাপনায় সহযোগিতার দিকগুলোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন উভয়ে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের ৩০০-৫০০ রিঙ্গিত জড়িমানা দিয়ে কোনোরকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটি। তবুও থেমে নেই ধরপাকড়, প্রতিদিন কোথাও না কোথাও অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে। আটকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। এছাড়া ভুয়া ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে শত শত বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইমিগ্রেশন বিভাগ।

এদিকে সব কিছু ঠিক থাকলে আগস্টে মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এ সফরে শ্রমবাজার খোলা, বৈধতা দেওয়া এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরের আগে হাইকমিশনের প্রতিনিধি দলের ইমিগ্রেশনের সদর দপ্তরে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলাদা গুরুত্ব বহন করে।

দেশটিতে দক্ষ, স্বচ্ছ এবং কার্যকর অভিবাসন ব্যবস্থাপনার লক্ষ্যে সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।

হাইকমিশনারের নেতৃত্বে এ প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সিলর মো. মুরশেদ আলম।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- প্রবাসী সেবা বিভাগের পরিচালক আব্দুল হাদী বিন মোহাম্মদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাজওয়ান বিন আব মানান, বিদেশি কর্মী বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাজিব বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপ-পরিচালক মিসেস এফা নুরজাইনানি বিন্তি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিট, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান মিসেস এলনিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]