
| শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত
‘জয় বাবা ফেলুনাথ’-এ অভিনয় করা হয়নি শাশ্বতর
ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তার সিনেমায় অভিনয় করা যেকোনো অভিনেতা-অভিনেত্রীর কাছে একটা স্বপ্নের ব্যাপার ছিল। কিন্তু সে সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের। আজ তিনি কলকাতার পাশাপাশি বলিউড সিনেমারও পরিচিত মুখ। নিজের অভিনয়দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের মন ও নির্মাতাদের মনোযোগ। কিন্তু সত্যজিতের সিনেমায় অভিনয় করতে না পারার বিষয়টি এখনো তাকে কিছুটা হলেও ভাবায়।
সম্প্রতি শর্মিলা শো হাউজের তরফ থেকে একটি ভিডিও ভাইরাল হয় অভিনেতার। সেখানে সাক্ষাৎকার চলাকালীন অভিনেতা জানান, ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েও তিনি হারিয়ে ফেলেন। শাশ্বত বলেন, ‘ছোটবেলায় স্কুল কামাই হয়ে যাবে বলে সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করতে দেননি আমার মা। জয় বাবা ফেলুনাথ সিনেমায় ছোট্ট ছেলের (রুকু) চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। কিন্তু আমার মা চাননি আমার স্কুল কামাই হোক।’
এ গল্পে আছে আরো ঘটনা। অভিনেতা জানান, একদিন স্কুল থেকে ফেরার সময় তার মা তাকে নিয়ে গিয়ে চুল কাটিয়ে আসেন। বাড়িতে ফিরলে শাশ্বতর বাবা প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি বুঝেছিলেন, শাশ্বত যেন সিনেমায় যেতে না পারে সেজন্যই এ কাজ করা হয়েছে। তার মা বলেছিলেন, ‘ওর স্কুল কামাই হোক আমি চাই না, তাই চুল কাটিয়ে দিয়েছি।’
পরের দিন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাশ্বতর বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়। শাশ্বত বলেন, ‘পরের দিন আমার সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করার কথা ছিল। বাবা আমাকে নিয়ে যান সেখানে। দরজা খুলতেই তিনি (সত্যজিৎ রায়) বলেন, ‘‘এ কি করেছ! এটা তো একদম বাটি ছাট হয়ে গেছে।’’ আমার বাবা তাকে বলেন যে মা চান না আমার স্কুল কামাই হোক।’
অভিনেতা জানান, বিষয়টি নিয়ে সত্যজিৎ রায় রাগ করেননি। বরং হাসিমুখে বলেছিলেন, তার পক্ষে অপেক্ষা করা সম্ভব হবে না। তিনি অন্য কাউকে নেবেন।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ‘জয় বাবা ফেলুনাথ’ অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ চ্যাটার্জি, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, হরনাথ ব্যানার্জি, বিপ্লব চট্টোপাধ্যায়, মন মুখোপাধ্যায়সহ আরো অনেকে। রুকু চরিত্রে অভিনয় করেছিলেন জিত বোস। তবে এর বহু বছর পর সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার একাধিক টেলিফিল্মে তোপসে (তপেশ রঞ্জন মিত্র) চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam