
| বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
স্টার ওয়ার্সে ম্যাট স্মিথ
স্টার ওয়ার্সের নতুন সিনেমা ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’। এর আগে তিনি হাউজ অব ড্রাগনে অভিনয় করেছিলেন। এবার লুকাসফিল্মস তাকে নিয়ে আসছে রায়ান গসলিংয়ের বিপরীতে খলচরিত্রে অভিনয়ের জন্য। সিনেমাটিতে আরো অভিনয় করছেন মিয়া গথ। শন লেভি পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জোনাথন টপার।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam