বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়েবাড়িতে ‘লাভ গুরু’ শাহরুখ, কত টাকা নিলেন

  |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   187 বার পঠিত

শাহ রুখ খান

বলিউডের ‘রোম্যান্স কিং’। সেই যে সিমরনকে ‘পলট’ বলেছিলেন, তার পর কতই রোম্যান্সের রূপকথা সাজিয়েছেন বড়পর্দায়। এহেন বলিউড ইন্ডাস্ট্রির বাদশাহ শাহরুখ খান দিল্লির এক বিয়েবাড়িতে গিয়ে হলেন ‘লাভ গুরু’। কনেকে সবার সামনেই বললেন— তেরি আঁখো কি নমকিন মস্তিয়াঁ’। বিয়েবাড়ির ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনের প্রশ্ন— কত টাকা নিলেন শাহরুখ খান?

সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেছে, তারকাদের বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া, সেখানে পারফর্ম করার ঘটনা নতুন কিছু নয়। তর্কবিতর্ক যাই হোক, বলিউডের একাধিক প্রথম সারির তারকা টাকা নিয়ে বিয়েবাড়িতে যান বলেই শোনা যায়। দিল্লির এ বিয়েবাড়িতে অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী সারা আলি খান, নোরা ফাতেহি, করণ জোহর, গওহর খানও নাকি গিয়েছিলেন। তবে নেটিজেনদের নজর যার দিকে সবথেকে বেশি, তিনি হচ্ছেন— বলিউড বাদশা শাহরুখ খান।

জানা গেছে, বিয়েবাড়ি গিয়ে নাচ-গানের পাশাপাশি বর-কনের ‘লাভ গুরু’র ভূমিকাও পালন করেছেন শাহরুখ খান। তাদের বলেছেন— যদি বন্ধু হয়ে থাকতে পারো, তাহলে তোমাদের বিয়েতে কখনো কোনো সমস্যা হবে না। আর যদি কিছু হয়েও যায়, তাহলে চিন্তা কর না, আমি তো আছি তোমাদের লাভ গুরু। বরকে রোম্যান্স করতেও শেখান শাহরুখ। সেই ভিডিও শেয়ার করেন রূপটান শিল্পী অমৃত কর।

রূপটান শিল্পী অমৃত করই ছিলেন বধূর সাজের দায়িত্বে। নিজের শেয়ার করা ভিডিওতে বাদশাহ শাহরুখকে ট্যাগ করে তিনি লিখেছেন— আপনি তো আমার দিনটাই ভালো করে দিলেন নববধূ হর্ষিতার প্রশংসা করে। বিয়ের দিনে ওকে যা সুন্দর লেগেছে, আমার আজকের পরিশ্রম সার্থক।

অমৃতের এই পোস্টের কমেন্ট বক্সেই আবার এক নেটিজেন শাহরুখের উদ্দেশে লিখেছেন— এই পারফরম্যান্সের জন্য কত টাকা নিলেন? জবাব দিয়েছেন রূপটান শিল্পী— উনি (শাহরুখ খান) পারিবারিক বন্ধু।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]