
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 100 বার পঠিত
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় দেশে শার্প একুয়াস এক্সএলইডি টেলিভিশনের নতুন দুই মডেল বাজারে এনেছে এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেড। এটি বিনোদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই স্মার্ট টিভির হাই-রেজল্যুশন স্ক্রিন অনেক জীবন্ত।
গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এসকোয়্যার ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে শার্প একুয়াস সিরিজের ৬৫ ও ৭৫ ইঞ্চির দুটি মডেলের টেলিভিশন বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিশেষায়িত এই টেলিভিশনে আছে মনোমুগ্ধকর ভিজুয়াল, অতুলনীয় সাউন্ড কোয়ালিটি, সরু ব্রেজেল এবং স্মার্ট হোম ইন্টিগ্রেশন সুবিধাসহ ব্যবহারকারীর চাহিদা পূরণের আরও অনেক কিছু। দেশে শার্প সিঙ্গাপুর ইলেকট্রনিক্স করপোরেশনের একমাত্র অনুমোদিত পরিবেশক এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেড। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্প সিঙ্গাপুর ইলেকট্রনিক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কে সি উ, এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, পরিচালক আজমান আরিফ রহমান প্রমুখ।
অনুষ্ঠানে এসকোয়্যার ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন, উদ্বোধনের পর থেকে এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেডের সব শোরুম, অনুমোদিত ডিলার পয়েন্ট এবং অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দুটি মডেলের টেলিভিশন পাওয়া যাচ্ছে।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam