
| শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের চট্টগ্রাম অফিস উদ্বোধন
রোগী ও স্বজনদের বিড়ম্বনা কমাতে এবার চট্টগ্রামে চালু হলো থাইল্যান্ডের বিখ্যাত মেডপার্ক হাসপাতালের অফিস। সম্প্রতি নগরীর জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডপার্ক হাসপাতালের কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. সুওয়াচাই, অর্থোপেডিক সার্জন ডা. ওয়াইউইথ, ডিরেক্টর অব মার্কেটিংটিপভারিন, সাউথ এশিয়া অ্যান্ড বাংলাদেশের ম্যানেজার কাজী সারহান সাইফ এবং ম্যানেজার-অপারেশনস মোহাম্মাদ বায়েজিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam