
| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা গাড়ি ও সেমিকন্ডাক্টরে এখন থেকে ১৫% হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি’ বলে উল্লেখ করেন। খবর রয়টার্স।
এই চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া ২৫% হারে শুল্কের আশঙ্কা থেকে বাঁচল, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। একদিন আগেই এই চুক্তি সম্পন্ন হলো।
চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে ১৫০ বিলিয়ন ডলার ব্যবহার হবে যুদ্ধজাহাজসহ অন্যান্য নৌযান নির্মাণে। এতে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্প যেমন লাভবান হবে, তেমনি যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তাও জোরদার হবে।
চুক্তির আওতায় গাড়ি ও সেমিকন্ডাক্টরে ১৫% শুল্ক আরোপ হবে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক বহাল থাকবে— যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক হার অনুযায়ী নির্ধারিত।
তবে কোরিয়ার জন্য বড় সাফল্য হলো, তাদের চাল ও গরুর মাংসের বাজারে কোনো ছাড় দিতে হয়নি। কৃষকদের স্বার্থে চাল ও নির্দিষ্ট ধরনের গরুর মাংসে আমদানিতে কড়াকড়ি রয়েছে এবং সেগুলো অক্ষুণ্ন থাকায় কৃষক মহলে স্বস্তি ফিরে এসেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এ চুক্তিকে ‘সুবিবেচিত ও লাভজনক’ বলে অভিহিত করে বলেন, ‘এটি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে রেখেছে।‘
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam