
| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
স্যুটকেসে ২ বছরের শিশুকে রেখে ভ্রমণ, নিউজিল্যান্ডে নারী গ্রেফতার
নিউজিল্যান্ডে ২ বছর বয়সী এক শিশুকে বাসের লাগেজের স্যুটকেসে রেখে ভ্রমণের ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলার অভিযোগ আনা হয়েছে। খবর এপি।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে দেশটির উত্তরাঞ্চলের কাইওয়াকা নামক একটি স্থানে। পূর্বনির্ধারিত যাত্রাবিরতির সময় বাসচালক লাগেজ র্যাকে নড়াচড়া লক্ষ করেন। এক যাত্রীর অনুরোধে চালক স্যুটকেসটি খুলে দেখেন, ভেতরে এক ছোট্ট শিশু। প্রচণ্ড গরমে কষ্টে পাচ্ছিল সে।
ডিটেকটিভ ইনস্পেক্টর সাইমন হ্যারিসন এক বিবৃতিতে জানান, শিশুটির শরীরে তেমন কোনো দৃশ্যমান আঘাত ছিল না। তবে শিশুটি কতক্ষণ ধরে ওই স্যুটকেসে ছিল বা বাসটি কোন দুটি শহরের মধ্যে চলাচল করছিল, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় এবং রোববার রাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিল। আটক নারীকে শিশু অবহেলা ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
Posted ৫:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam