
| বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 42 বার পঠিত
মালয়েশিয়ার বিমানবন্দরে ফের ২৬ বাংলাদেশী আটক
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১ (কেএলআই-১) দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ২৬ বাংলাদেশীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। খবর দ্য স্টার। গতকাল মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, মঙ্গলবার ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে দলটি এসেছিল। ২৬ জনের দলটির কার্যক্রম দেখে সন্দেহ হলে আন্তর্জাতিক আগমন গেটে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের আটক করে তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নেয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোনো ভ্রমণ ভিসাধারী দেশে প্রবেশের জন্য যুক্তিসংগত প্রমাণ দেখাতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam