শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নয়নতারা যে কারণে শাহরুখের সঙ্গে অভিনয় করতে চাননি

  |   মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   51 বার পঠিত

নয়নতারা যে কারণে শাহরুখের সঙ্গে অভিনয় করতে চাননি

সংগৃহীত ছবি

একের পর এক রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির চতুর্থ দিনে দুটি রেকর্ড গড়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। এক– বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন; দুই– এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন, যা আর কোনো ভারতীয় তারকার নেই। 

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে রীতিমতো উৎসব চলছে। দর্শকের ঢল নেমেছে হলগুলোতে। যার ফলে আয় হচ্ছে বিস্ময়কর। বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এটিকে আখ্যা দিয়েছেন ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে। ‘জওয়ান’ সিনেমায় দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে অনস্ক্রিন রসায়নও প্রশংসা পাচ্ছে। অথচ অতীতে শাহরুখের সঙ্গে কাজই করতে চাননি এই অভিনেত্রী। কারণ, দশ বছর আগেই শাহরুখের আরেক ব্লকবাস্টার সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এ তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারতেন। পরিচালক রোহিত শেট্টির প্রস্তাব তিনি সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন। এর নেপথ্যে নাকি দুটি কারণ ছিল।

শোনা যায়, দীপিকা অভিনীত মীনাম্মা চরিত্র নয়, রোহিত শেট্টি নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে নাচের প্রস্তাব দিয়েছিলেন। নয়নতারা শুধু একটি গানে আইটেম ড্যান্সার হতে রাজি ছিলেন না। এর জেরেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে সেই নাচের প্রস্তাব যায় আরেক দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণির কাছে। শাহরুখের ‘জওয়ান’-এ প্রিয়মণিও রয়েছেন। আজাদের অন্যতম যোদ্ধা লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আরও একটি কারণ হলো কোরিওগ্রাফার রাজু সুন্দরম। ‘ওয়ান টু থ্রি ফোর’ গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন তিনি।

অনেকেই জানেন না, রাজু প্রভু দেবার ভাই। প্রভু দেবার সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন নয়নতারা; যা নিয়ে অতীতে প্রচুর চর্চা হয়েছে। সূত্রের খবর মানলে, রাজুর কোরিওগ্রাফিতে নাচতে চাননি নয়নতারা। সেই কারণেও তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রস্তাব ফেরান। জানা যায়, সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিজ্ঞেস শিবানকে বিয়ে করেন তিনি। সেখানেই বর্তমানে তাঁর সুখের সংসার।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]