
অর্থনীতি ডেস্ক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 601 বার পঠিত
সংগৃহীত ছবি
রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের পঞ্চম এবং শেষ সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়ে গতকাল শেষ হয়। পঞ্চম সপ্তাহে পাঁচজন রেমিট্যান্স উত্তোলনকারী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
লটারির প্রথম পুরস্কার হিসেবে একটি ১০০ সিসি মোটরসাইকেল পেয়েছেন চাঁদপুরের রামপুর বাজার শাখার গ্রাহক শরীফুল ইসলাম মালেক।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam