
| মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 370 বার পঠিত
বরিশাল আবাসন মেলা-২০২৫ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে
বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আগামী ৬,৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ৩ দিন ব্যাপী বরিশাল সদরে রোডে অবস্থিত বরিশাল টাউন হলে “বরিশাল আবাসন মেলা-২০২৫” অনুষ্ঠিত হবে।
মেলায় দেশের তথা বরিশাল ও ঢাকার বেশকিছু স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ জানান ,“আমার স্বপ্ন আমার বাড়ি” এই স্লোগান কে সামনে রেখে আমরা বরিশাল আবাসন মেলায় বরিশালের বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে বরিশালের বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং পর্যটন নগরি কক্সবাজার, কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন এরিয়ার রিসোর্ট ,৫ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।
তিনি আরও বলেন, সাধারণ জনগণের মাঝে আবাসনের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সেতু বন্ধন তৈরির প্রেক্ষিতে আমরা ডোর তো ডোর ব্র্যান্ডিং করছি।
মেলার আকর্ষণ হিসেবে থাকবে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০-২০% এর বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের উপহার সামগ্রী।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় আসার জন্য স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam